পুরান ঢাকায় হরতালের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের মিছিল

পুরান ঢাকায় হরতালের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের মিছিল

বিএনপির ডাকা হরতালের বিরোধিতা করে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিভিন্ন সংগঠন।

সোমবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলটি লক্ষ্মীবাজার, বাহাদুর শাহ পার্ক, জনসন রোড, রায়েরসাহেব বাজার ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

সকাল ১০টা ৪০ মিনিটে বিআইডব্লিউটিএ ঘাট শ্রমিক ইউনিয়ন ও ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতি সম্মিলিতভাবে মাথায় লাল কাপড় ও হাতে লাল পতাকা নিয়ে একটি মিছিল বের করে।

মিছিলটি বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, কোর্ট-কাচারি এলাকাসহ পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চ টার্মিনালে গিয়ে শেষ হয়।

বেলা পৌনে ১২টায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার মোড়, রায়সাহেব বাজার ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়।

বেলা ১১টা ৫০ মিনিটে ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং এর পর পরই ৭২নং ওয়ার্ড আওয়ামী লীগ নিজ নিজ এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে।

কোর্ট-কাচারি এলাকায় সরকার সমর্থক আইনজীবীরা দুপুর সোয়া ১২টার পর থেকে কয়েক দফা মিছিল বের করেন।

হরতাল বিরোধী মিছিলে বিভিন্ন দলের নেতাকর্মীরা হরতালকে অবৈধ দাবি করেন। সেই সঙ্গে দেশের জনগণ বিএনপির এই হরতালকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন।

রাজনীতি