অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) মনজুরুল হকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রোববার কমিশনের নির্ধারিত বৈঠকে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় চার্জশিট প্রদানের অনুমোদন দেয়া হয়। ৬০ কোটি ৭৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৮০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।
মনজুরুল হককে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। শিগগিরই আদালতে এই চার্জশিট দাখিল করা হবে বলে জানান দুদক কর্মকর্তা।