টানা তিনদিন সুরের মূর্ছনায় ভাসিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের এবারের আসর। লাখো দর্শকদের প্রাণ ছুঁয়ে যাওয়া এ উৎসবে বাংলাদেশসহ ৮টি দেশের প্রায় ১৪০ জন লোকসংগীত শিল্পী অংশগ্রহণ করেছেন।
শেষ দিনে সন্ধ্যা ৬টা থেকে ১২টা পর্যন্ত মঞ্চ মাতান বাংলাদেশের শাহ আলম সরকার, আলেয়া বেগম, শাহনাজ বেলী। এ ছাড়াও দেশের বাইরের শিল্পীর মধ্যে ভারতের বাসুদেব দাস দাস বাউল, মালীর গ্র্যামি বিজয়ী তিনারিওয়েন ব্রান্ড এবং ইরানের রাস্তাকের আলাদা আলাদা পরিবেশনায় হৃদয় ছুয়ে যায় উপস্থিত হাজারও সংগীতপ্রেমিদের।
তবে গত দু’দিন ঢাকার আর্মি স্টেডিয়ামে যেমন কানায় কানায় দর্শক পূর্ণ ছিল, আজ তেমনিটি চোখে পড়েছি। মূল মাঠ দর্শকে পরিপূর্ণ থাকলেও গ্যালারির অনেক স্থান ছিল ফাঁকা।
সনাপনী দিনের আয়োজনে সান কমিউনিকেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপিকা নাশিদ কামাল উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, তিনদিন ধরে চলা এই উৎসব আমাদের যেমন আনন্দ দিয়েছে, তেমনি আজ এই উৎসবের শেষ দিন যথেষ্ট কষ্টের।
হৃদয়ের গহীন স্পর্শ করা লোকসংগীত শুধুমাত্র বাংলার মানুষের জীবনুধারা নয় বরং বিভিন্ন ধর্মের প্রার্থনা, মানুষের জীবনযাত্রা জড়িয়ে রয়েছে। হাজার বছর ধরে জড়িয়ে থাকা শেকড়ের এ গানগুলো আলোকিত করেছে শ্রোতাদের প্রাণ। দেশের সীমানা ছাড়িয়ে এর মুগ্ধতার ছোঁয়া ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে।