অবৈধ অর্থ লেনদেন ও টাকা পাচারের অভিযোগে সম্প্রতি ভারতীয় ইনকাম ট্যাক্স কমিশনের সন্দেহের চোখে পড়েন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ম্যাট্রিক্স নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যেম নিজের আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকেন ক্যাট।
আর সে প্রতিষ্ঠানের একটি ল্যাপটপ জব্দ করে কিছু অসঙ্গতি খুঁজে পান ইনকাম ট্যাক্স কমিশন। যে কারণে তদন্তে বসে যায় কমিশন। পরীক্ষা করে দেখা হয় ক্যাটরিনার একাউন্টের সকল হিসাব লেনদেন। তবে ক্যাটরিনার ভক্তদের জন্যে খুশির খবর হলো এই যে ইনকাম ট্যাক্স কমিশম ক্লিনচিট দিয়েছেন ক্যাটরিনাকে।
২ কোটি ৭০লাখ টাকার একটি লেনদেনে অসঙ্গতি মনে হওয়ায় এই তদন্ত চালায় কমিশন। পরে অবশ্য লেনদেনটি বৈধ উপায়ে হয়েছে বলে জানান কমিশনের সিনিয়র চাটার্ড একাউন্ট্যান্ট দিলীপ লক্ষানি।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। এই ছবি দিয়ে আবারও সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরছেন ক্যাট।