রাজশাহীকে মামুলি টার্গেট রংপুরের

রাজশাহীকে মামুলি টার্গেট রংপুরের

ঢাকা পর্বে এসে দ্বিতীয়বারের মুখোমুখিতে শুরু থেকেই রংপুর রংপুর রাইডার্সের ব্যাটসম্যানদের চাপে রেখেছে রাজশাহী কিংসের বোলাররা। তবে ম্যাচের শেষের দিকে বোলাদের আক্রমনাত্বক ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে রংপুর।

এর আগে টস জিতে রংপুরের হয়ে ওপেন করতে আসেন চার্লস ও এডাম লিথ। আর রাজশাহীর হয়ে বোলিং করে ইনিংস শুরু করেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ওভারের তৃতীয় বলটি লং অন দিয়ে খেলতে গিয়ে ওয়েলারের হাতে ধরা পড়েন চার্লস। ফলে দলীয় তিন রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

এরপর জোড়া আঘাত হানেন ফরহাদ রেজা। দলীয় ৩২ রানে লিথ ও ৩৩ রানে মোহাম্মদ মিথুনকে ফেরান এই মিডিয়াম ফাস্ট বোলার। তবে শাহরিয়ার নাফিস কিছুটা প্রতিরোধ করতে চাইলে কেস্রিক উইলিয়ামস তাকে সাজঘরে ফেরান। আউট হওয়ার আগে করেন ৩১ বলে ২৩ রান। থিসারা পেরেরা মাএ ৪ রান করে সাজঘরে ফিরে।

উল্লেখ্য, ২ ম্যাচের মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে মাশরাফির রংপুর। আর দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের সবার শেষে রয়েছে রাজশাহী কিংস। সিলেট পর্বের প্রথম দেখায় রাজশাহী কিংসকে এক প্রকার উড়িয়েই দিয়েছিল রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্স: ১৩৫/৫ (২০ ওভার)

ব্যাটিং: রবি বোপারা (৫৪*) জিয়াউর রহমান (১১*)

আউট: চার্লস,এডাম লিথ,মোহাম্মদ মিথুন,শাহরীয়ার নাফীস,থিসারা পেরেরা

টার্গেটঃ ১৩৬

রাজশাহী কিংস
মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহীম, জেমস ফ্রাঙ্কলিন, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, নিহাদ্দুজ্জামান, কেস্রিক উইলিয়ামস, লেন্ডেল সিমন্স, ম্যালক্লোম ওয়েলার।

রংপুর রাইডার্স
মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, শাহরীয়ার নাফীস, নাজমুল ইসলাম অপু, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, চার্লস, এডাম লিথ, রবি বোপারা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা।

খেলাধূলা