মেক্সিকোতে আবার সাংবাদিক খুন

মেক্সিকোতে আবার সাংবাদিক খুন

মেক্সিকোর ‘প্রসেসো’ সাময়িকীর সাংবাদিক রেসিনা মার্তিনেসকে তার বাসার গোসলখানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি ভেরাক্রুস প্রদেশের মাদক চোরাচলান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন লিখতেন। এ কারণে ধারণা করা হচ্ছে, মার্তিনেসকে হত্যা করা হয়ে থাকতে পারে।

প্রাদেশিক অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ প্রাদেশিক রাজধানী সালাপায় বাসার গোসলখানা থেকে রেসিনার মৃতদেহ উদ্ধার করে। বাসার দরজা খোলা দেখে প্রতিবেশীরা খবর দিলে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় পায়। তার মুখে ও শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক আলামতে মনে হয়, রেসিনা অক্সিজেনের অভাবে মারা গেছেন।

প্রসেসো’র এক অনলাইন বিবৃতিতে জানা গেছে, মেক্সিকোর সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী অনুসন্ধানী সাময়িকী প্রসেসো’র সালাপা প্রতিনিধি হিসেবে প্রায় ১০ বছর কাজ করেছেন রেসিনা। এলাকার মাদক চোরাচালান নিয়ে তার লেখা সাময়িকীতে প্রায়ই ছাপা হতো।

তবে কর্তৃপক্ষ খুনের মোটিভ (উদ্দেশ্য) সম্পর্কে কিছু জানায়নি। প্রাদেশিক সরকারের মুখপাত্র হিনা দোমিনগুয়েস জানিয়েছেন, ‘এজেন্টরা রেসিনার বাসা থেকে আলামত সংগ্রহ করেছে।’

রেসিনার মৃত্যুতে ভেরাক্রুসের গভর্নর হাভিয়ের দুয়ার্ত দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, বিগত বছরে ভেরাক্রুসে মার্তিনেসসহ তিন জন সাংবাদিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

২০১১ সালের জুলাইয়ে নোতিভার পত্রিকার পুলিশ বিষয়ক প্রতিবেদক ইয়োলান্দা অরদাস দে লা ক্রুসের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এর একমাস আগে নোতিভার উপসম্পাদক এবং কলাম লেখক মিগুয়েল এনজেল লোপেস ভেলাসকোকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রী এবং এক সন্তানও গুলিবিদ্ধ হয়।

গণমাধ্যম পর্যবেক্ষকরা এখন মেক্সিকোকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে বিবেচনা করছেন। নিহত সাংবাদিকের সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও মেক্সিকোর জাতীয় মানবাধিকার কমিশনের হিসাবে, এদেশে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ৭৪ সাংবাদিক নিহত হয়েছে।

সাংবাদিকদের রক্ষায় গঠিত নিউইয়র্ক ভিত্তিক কমিটির হিসাবে, উল্লেখিত সময়ে ৫১ জন সাংবাদিক খুন হয়েছে।

আন্তর্জাতিক