বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদের আরেক প্রার্থী আব্দুর রহিম লিখিত ভাবে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ফিফার নিয়মে সোমবার প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিনকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
সভাপতি ছাড়া কার্যনির্বাহী কমিটির বাকি পদগুলোতে নির্বাচন হচ্ছে। ভোট প্রদান করছেন কাউন্সিলরা।
ফিফা কর্মকর্তাদের উপস্থিতিতে বাফুফে কংগ্রেসে আব্দুর রহিম প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে সালাউদ্দিনকে একমাত্র প্রার্থী হিসেবে গণ্য করা হয়। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনকে জানালে সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করেন তিনি।
২০০৮ সালে ২৮ এপ্রিল প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলন কাজী সালাউদ্দিন। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরের ১০ মাস ফুটবল মাঠে রাখবেন। ঢাকায় সরাবছর ফুটবল খেলা হলেও জেলা পর্যায়ে নিয়মিত খেলা হয়নি। এই দিক থেকে অনেক সমালোচনা আছে বাফুফে সভাপতির বিরুদ্ধে। অবশ্য এবারের নির্বাচনের আগে কাউন্সিলরদেরকে সালাউদ্দিন প্রতিশ্রুতি দিয়েছেন আগামী চার বছর দেশের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার প্রসার ঘটাতে কাজ করবে তার কমিটি।