নাদাল ও শারাপোভা চ্যাম্পিয়ন

নাদাল ও শারাপোভা চ্যাম্পিয়ন

ডেভিড ফেরারকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদাল। আর স্টুটগার্টের ক্লে কোর্টে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে স্বদেশি ডেডিভ ফেরারের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন স্প্যানিশ তারকা নাদাল। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। শেষপর্যন্ত এই সেটে ৭-৬ (৭/১) গেমে জেতেন নাদাল।

দ্বিতীয় সেটেও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয় নাদালকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফেরারকে ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন নাদাল। এ নিয়ে রেকর্ড সপ্তমবারের মতো বার্সেলোনার শিরোপা সাফল্যের শোকেসে তুলেছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই নাদাল।

এদিকে মেয়েদের এককের দুই সেরার লড়াইয়ে এদিন পিছিয়ে ছিলেন বর্তমান বিশ্বসেরা ভিক্টোরিয়া আজারেঙ্কা। চোট নিয়েই কোর্টে নেমেছিলেন বেলারুশের তারকা। চোটের প্রভাব মেঠেও ছিলো তাই প্রথম সেটে তাকে ৬-১ গেমে হারান মারিয়া শারাপোভা।

তবে দ্বিতীয় সেটেমফ ঘুরে দাঁড়ান মৌসুমের প্রথম গ্র্যান্ড সø্যাম (অস্ট্রেলিয়ান ওপেন) জয়ী আজারেঙ্কা। যদিও শেষ রক্ষা করতে পারেননি। তাকে ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন শারাপোভা।

খেলাধূলা