ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(আইএলও) বিশ্বে কর্মসংস্থানের চলমান সঙ্কটাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি খুবই ‘উদ্বেগজনক’ এবং এ অবস্থার উন্নতি খুব শিগগির হবে না বলে মত দিয়েছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটির মতে, বিশেষ করে বৃহৎ অর্থনীতির দেশে ব্যয়সঙ্কোচন নীতি কর্মসংস্থান সৃষ্টির পেছনে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।
আইএলও বলছে, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ধীরগতি এবং বেশি সংখ্যক মানুষ শ্রমশক্তিতে প্রবেশ করে কর্মসংস্থানে নতুন করে চাপ সৃষ্টি করছে।
এদিকে সবচে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র এবং অন্য বৃহৎ অর্থনীতির দেশগুলোতে বেকারত্ব এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার আরো কঠিন হয়ে যাচ্ছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে আইএলও বলেছে, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি যথেষ্ট গতিতে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বিদ্যমান কর্মসংস্থান সঙ্কট এবং আগামী দু’বছরের মধ্যে যে ৮ কোটিরও বেশি মানুষ শ্রমশক্তিতে প্রবেশ করবে তাদের জন্য কর্মসংস্থান করা অসম্ভব হয়ে যাবে।
উল্লেখ্য, মে দিবসের আগের দিন আইএলও’র এ প্রতিবেদন বিশ্ব অর্থনীতির দূরাবস্থা নিয়ে উদ্বেগে নতুন মাত্রা যোগ করল। প্রতিবেদন অনুযায়ী, এ পরিস্থিতি আরো দীর্ঘায়িত হবে আর শ্রমজীবী মানুষের জন্য খুব শিগগির কোনো সুসংবাদ আসছে না তা নিশ্চিত।