দুই মাস আগেই চলে যাচ্ছেন স্টুয়ার্ট ল

দুই মাস আগেই চলে যাচ্ছেন স্টুয়ার্ট ল

এই মুহূর্তে জাতীয় দলের কোনো খেলা নেই। সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো খেলা নাও হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগও নেয়নি। এই সময়ে জাতীয় দলের কোচিং স্টাফদের কোনো কাজ থাকছে না।

প্রধান কোচ স্টুয়ার্ট ল হয়তো মে মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে চলে যাবেন। বাংলাদেশ থেকে ওটাই হবে তার শেষ প্রত্যাগমন। বিসিবির সঙ্গে ৩০ জুন পর্যন্ত স্টুয়ার্ট ল’র থাকার কথা থাকলেও শেষপর্যন্ত ঢাকায় শুয়ে বসে তিনি সময় নষ্ট করতে রাজি নন। ইংল্যান্ডের পাট চুকিয়ে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফেরা দ্রুত করতে প্রাণান্তকর চেষ্টা করছেন। একটু আগে ভাগে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারলে লাভই হয় তার।

বিসিবি থেকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইংল্যান্ডের বাড়ি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করতেও সময় দরকার। এছাড়া তিনি যত তাড়াতাড়ি অস্ট্রেলিয়া ফিরে যাবেন ততই মঙ্গল। অস্ট্রেলিয়া একাডেমির চাকরিটা তার জন্য নিশ্চিত হয়ে আছে। জুনের আগেই অস্ট্রেলিয়া একাডেমির প্রধান কোচ হিসেবে যোগ দিতে চান তিনি।

এবিষয়ে স্টুয়ার্ট ল’র সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি কিছু বলতে রাজি হননি। তবে তিনি যে মে মাসে চলে যাচ্ছেন তা গোপন করেননি।

২০১১ সালের জুলাই’য়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেও একবছর পূর্ণ হওয়ার আগেই বিদায় নিচ্ছেন। এশিয়া কাপের পর তিন মাসের নোটিশে গত ৩০ মার্চ বিসিবিতে পদত্যাগপত্র পাঠান এই অস্ট্রেলিয়ান।

খেলাধূলা