নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত

নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটন এলাকায় মঙ্গলবার এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে আটজন নিহত ও ১১ জন আহত হয়েছে। একজন ট্রাকচালক মহাসড়কের পাশে সাইকেল লেনে দ্রুতগতিতে ঢুকে পড়ে পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনার পর এটি হচ্ছে নিউইয়র্কে বড় ধরনের প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা।
এদিকে এ হামলার ঘটনায় ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাকে আটক করা হয়। হামলাকারী ফ্লোরিডায় বসবাসকারী উজবেক নাগরিক।
পুলিশ কর্মকর্তারা এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন।
সংবাদমাধ্যমের খবরে হামলাকারীর নাম সাইফুলো সাইপভ বলে উল্লেখ করা হয়। অভিবাসী হিসেবে সে ২০১০ সালে যুক্তরাষ্ট্রে আসে।
পুলিশ সূত্র জানায়, হামলার কাজে ব্যবহৃত ওই ট্রাকের ভিতরে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তথাকথিত ইসলামিক স্টেটের নাম উল্লেখ রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, স্ট্যুইভেসান্ট হাই স্কুলের কাছে একটি সাদা রঙের পিকআপ ট্রাক দ্রুত গতিতে মহাসড়কের পাশের সাইকেল পথে ঢুকে পড়ে। এসময় চালক দ্রুতগতির ট্রাকটি অনেক মানুষের ওপর তুলে দেয়। এ সময় অনেকগুলো গুলির শব্দও শোনা যায়।
খবরে বলা হয়, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এ ঘটনায় শোকাহত। এটি একটি কাপুরুষোচিত হামলা। আর হামলাকারী একজন মানসিক বিকারগ্রস্ত।

আন্তর্জাতিক