বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিভাবে স্বীকৃত হওয়ায় প্রমাণ করে এই ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ। আর তিনি শ্রেষ্ঠ নেতা। এ স্বীকৃতি বঙ্গবন্ধুর প্রাপ্য উল্লেখ করে তিনি বলেন, এটা বাংলাদেশের জন্য বড় অর্জন।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, একটি ভাষণের মাধ্যমেই তিনি (বঙ্গবন্ধু) একটি জাতিকে মুক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তান ভাঙার দায়িত্ব এড়িয়ে গেছেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
সোমবার (৩০ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেন সংস্থার মহাপরিচালক ইরিনা বোকোভা।