বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর হাইকোর্টের চার সপ্তাহের নিষেধাজ্ঞা থাকায় অনেক পরিকল্পনাই ভেস্তে যেতে বসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কোনো কর্মকর্তা এখন হায় আপসোসও করছেন। বিশেষ করে জাতীয় দলের জন্য কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মকর্তারা। পাকিস্তান সফর বাতিল হওয়ায় লাভক্ষতির হিসেবও কষছেন।
হাইকোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি কপি হাতে পেয়েছে বিসিবি। আদালতের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপও নিতে বলা হয়েছে আইনজীবীকে। পাকিস্তান সফরে কেন যাবে তার জন্য বিসিবি সভাপতি, জাতীয় ক্রীড়াপরিষদ সচিবকে কারণ দর্শাতে বলা হয়েছে। আপাতত সেই কাজগুলোই করছেন বিসিবি আইনজীবী।
পাকিস্তান সফর নিয়ে বিসিবি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও আড়ালে আবডালে অনেক কথাই আলোচনা করছেন। নাম গোপন রাখার শর্তে একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন,‘পাকিস্তান ক্রিকেট বোর্ড অপেক্ষায় আছে। আমাদের কাছে তারা আদালতের রায়ের একটি কপি চেয়েছে। তা দিতে আইনগত ভাবে কোন বাঁধা নেই। আমরা তাদেরকে একটি কপি পাঠিয়ে দেবো।’
পাকিস্তানে যাওয় হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘কোনো না কোনো দেশ পাকিস্তানে যাবে। এখন কোনো দেশ আগে তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠায় সেটাই দেখার।’