বোমা হামলার মামলায় ফেঁসে গেলেন মোশাররফ করিম

বোমা হামলার মামলায় ফেঁসে গেলেন মোশাররফ করিম

এ সময়ের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম ফেঁসে গেলেন বোমা হামলর মামলাতে। বোমা হামলার মামলার দুর্ধর্ষ আসামী সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিজেকে নির্দোষ দাবী করলেও পুলিশ তার কথায় কর্ণপাত করে নি। প্রথমে তাকে হাজতে ভরা হয়। এরপর তাকে নেওয়া হয় রিমান্ডে । এভাবেই ‘জর্দা জামাল’ নাটকে সন্ত্রাসী হিসেবে পুলিশের তোপের মুখে পড়েন মোশররফ করিম।

‘পলাশ মাহবুবের রচনা এবং হাসান মোরশেদের পরিচালনায় ‘জর্দা জামাল’ নাটকে মাধ্যমে এভাবেই মোশাররফ করিম আসছেন দর্শকদের সামনে। নাটকটিতে জামাল চরিত্রে অভিনয় করেছেন মোশারফ। জর্দা খাওয়ার বদ অভ্যাস থেকে তার নাম হয় ‘জর্দা জামাল’। সবাই তাকে এ নামেই চেনে। অন্যদিকে নাটকে এক বড় সন্ত্রাসীর নামও থাকে জর্দা জামাল। যাকে বোমা বানানো ও বোমা হামলার অভিযোগে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের হাতে ধরা পড়ে নিষ্পাপ মোশারফ করিম। বড় সন্ত্রাসীর সঙ্গে নামে মিল থাকায় পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। কিছুদিনের মধ্যেই সবার সামনে এর সত্যটা বেরিয়ে আসে। কিন্তু নিষ্পাপ জর্দা জামাল ততদিনে সবার কাছে সন্ত্রাসী হয়ে পরিচিত হয়ে যায়। কী করবে সে? কীভাবে নিজেকে এ অসহায় থেকে উদ্ধার করবে? এভাবেই মোশারফের অসহায়ত্বের মধ্যে এগিয়ে যায় নাটকের গল্প।

এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নওশীন, তমালসহ অনেকে। বিশেষ দিনে নাটকটি যে কোন চ্যানেলে প্রচার করা বলে জানিয়েছেন  নাট্যকার পলাশ মাহবুব।

বিনোদন