বিএনপির রঙিন বেলুন চুপসে গেছে: কাদের

বিএনপির রঙিন বেলুন চুপসে গেছে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি যখন নির্বাচন কমিশনের সাথে সংলাপ করে খুশি খুশি ভাব নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে বাইরে এসে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেছে, তখন আমি বলেছিলাম, বিএনপির এই খুশি খুশি ভাব, এই খুশির স্রোত, এই স্রোতে কখন যে ভাটা নাববে সেটা অচিরেই জানা যাবে। আজ বৃহস্পতিবার তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপকে ‘আইওয়াশ’ বলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,“দশ দিন যেতে না যেতেই বিএনপি এখন হতাশায় ডুবে যাচ্ছে। তাদের সেই আশাবাদ ১০ দিনের মধ্যেই কর্পুরের মতো উবে গেছে। এটা হলো বিএনপি। সেই রঙ্গিন বেলুন, বেলুটা এখন চুপসে গেছে।

বিএনপির কোনো কিছুরই নিশ্চয়তা নেই মন্তব্য বরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা কখন যে কী বলে সেটার মানে তারা নিজেরাও বোঝে কিনা আমার সন্দেহ।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, এখন লন্ডন থেকে এসে রোহিঙ্গাদের কথা ওনার মনে পড়েছে। বিলম্বে হলেও ভালো। বেটার লেট দেন নেভার।

খালেদা জিয়ার কক্সবাজার যাওয়া এবং আবার ঢাকায় ফেরার কথা রয়েছে সড়কপথে। এ সময় সড়কে সভা সমাবেশ না করতে অনুরোধ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক মো. মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান উপস্থিত ছিলেন।

Featured রাজনীতি শীর্ষ খবর