মুম্বাইয়ের বান্দ্রা রেল স্টেশনে আগুন

মুম্বাইয়ের বান্দ্রা রেল স্টেশনে আগুন

ভারতের মুম্বাইয়ে বান্দ্রা রেল স্টেশনে সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বেহরামপাড়া বস্তিতে আগুন লাগে। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে স্টেশন চত্ত্বরে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে দমকল সূত্রে খবর।

দমকলকর্মীদের একজন জানান, ‘আগুন নেভানোর কাজ চলছে। ঘটনায় এক জন দমকলকর্মী আহত হয়েছেন।’

বস্তি ছাড়িয়ে আগুন ছড়িয়ে পড়েছে স্টেশন চত্ত্বরে। যাত্রী চলাচলের জন্য ওভার ব্রিজও আগুনের গ্রাসে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের ১৬টি ইঞ্জিন।

রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন, আগুনে রেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিকালে উচ্ছেদ অভিযান চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Featured আন্তর্জাতিক শীর্ষ খবর