বাসি মাংস ফ্রিজে রেখে ফ্রেশ বলে বিক্রি করায় আসাদ এভিনিউর মীনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করর্পোরেশন। এ ছাড়া সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় একই প্রতিষ্ঠানকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান এ অভিযান পরিচালনা করেন।
অপরদিকে, একই অভিযানে সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অন্যদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে ফুটপাতে অবস্থিত দুইটি ওষুধের দোকানসহ ১১০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ ছাড়া রাস্তা দখল করে দোকানের মালামাল রাখায় পূর্ব তেজতুরি বাজারের মো. লিয়াকত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।