সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৪২২ জন

সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৪২২ জন

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪২২ জন প্রভাষককে স্ব স্ব বিষয়ের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের ৪২২ প্রভাষককে স্ব স্ব বিষয়ের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পদায়নের কথা বলা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যারা শিক্ষা প্রেষণ/লিয়েন-এ রয়েছেন তাদের পদোন্নতি শিক্ষা প্রেষণ/লিয়েন শেষে যোগদানের পর কার্যকর হবে।

এছাড়া পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে যোগদানের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বহির্ভূত অধিদফতর/দফতর/সংস্থা/প্রতিষ্ঠান-এ কর্মরত কর্মকর্তারা ব্যতীত অন্য সব কর্মকর্তা পরবর্তী পদায়ন আদেশ জারি না হওয়া পর্যন্ত পদোন্নতির অব্যবহিত পূর্ব পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা দীর্ঘদিন ধরে এ পদোন্নতির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের বিভিন্ন সরকারি কলেজের পদোন্নতি পাওয়া প্রভাষকরা।

বাংলাদেশ