বৈরী আবহাওয়ার কারনে ১৩ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল। তবে, নদী উত্তাল থাকায় গতকাল শুক্রবার দুপুর থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। দীর্ঘ সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে সৃষ্টি হয় তীব্র যানজটের। দুর্ভোগে পরে পাড়ের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন চালকরা।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল জানায়, শুক্রবার রাত সাড়ে ১১ টা থেকে বৈরি আবহাওয়ার কারনে এই নৌ-রুটের ফেরি চলাচল বন্ধ রাখাহয়। আবহাওয়া অনুকূলে এলে শনিবার দুপুর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পাটুরিয়া ঘাটে ৫ শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে। ১৫টি ফেরি দিয়ে যানবাহন পাড় করা হচ্ছে। এদিকে পাটুরিয়া -দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটের ৩২টি লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।