হরতালে ব্যাংক খুললেও লেনদেন কম

হরতালে ব্যাংক খুললেও লেনদেন কম

রাজধানীর মতিঝিল এলাকায় হরতালের কিছুটা প্রভাব লক্ষ্য করা গেছে। যথা সময়েই খুলেছে সব ব্যাংক ও বীমা অফিস। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি রয়েছে স্বাভাবিক। তবে গ্রাহকের উপস্থিতি কম দেখা গেছে। লেনদেন হচ্ছেও অনেকটা কম।

সরেজমিনে মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে গিয়ে দেখা গেছে প্রায় শতভাগ কর্মকর্তা কর্মচারীরাই উপস্থিত হয়েছেন। বীমা অফিস সমুহেও চলছে স্বাভাবিক কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএ্সএম আসাদুজ্জামান জানান গর্ভনর, ডেপুটি গর্ভনরসহ সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হয়েছেন। সব কাজ নিয়মিত চলছে।

জনতা ব্যাংক মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক ফরিদউদ্দিন জানান, যথা সময়ে ব্যাংকে লেনদেন শুরু হয়েছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় গ্রাহকদের উপস্থিতি কম দেখা গেছে।

এদিকে মতিঝিলে শাপলা চত্ত্বর, দিলকুশা ও দৈনিকবাংলা এলাকায় অল্প সংখ্যাক যানবাহন চলতে দেখা গেছে।

অর্থ বাণিজ্য