‘রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে’

‘রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে’

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে। কোনোটা বাদ দেয়া হয়নি।

আজ বুধবার রোহিঙ্গা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক উদ্যোগ ও জনসংযোগ কার্যক্রমের ফলেই আজ আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুটি এখন গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরিয়া ফর্মূলা সভার আয়োজন এবং সভায় দেয়া সব সদস্যের বক্তব্য থেকে এটি পরিষ্কার যে, রোহিঙ্গা সমস্যা সমাধনে আন্তর্জাতিক মহল গভীরভাবে নিয়োজিত আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পক্ষে যে জনমত সৃষ্টি হয়েছে তা সামনে আরও দৃঢ়তম হবে বলে আমরা আশা করছি।’

মন্ত্রী বলেন, চীন ও রাশিয়াও আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়ন চায়। গোটা পৃথিবী আমাদের সঙ্গে আছে। আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতেই হবে।

চীনের বক্তব্যে কফি আনান কমিশনের বক্তব্য নেই। কিন্তু চীন বলেছে, এ লোকগুলো পরশুদিন যায়নি। যুগ যুগ ধরে রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করছে। এতেই বোঝা যায়, চীন ও রাশিয়া বাংলাদেশের পাশে রয়েছে।

তিনি বলেন, ১৩ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদ প্রথম বিবৃতি দিয়েছে। উন্মুক্ত আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সেনাবাহিনীর একটি ভূমিকা রয়েছে বলে কফি আনান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ওই আলোচনায় চীন ও জাপান রোহিঙ্গাদের স্বদেশে ফেরত যাওয়ার কথা বলেছে। কিন্তু সহিংসতা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী এ পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সহিংসতা বন্ধ না হওয়ায় অনুপ্রবেশ ঘটেই চলছে। তবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফের পাঠানোই আমাদের এখন মূল লক্ষ্য।’

মাহমুদ আলী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথমেই আমরা মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা শুরু করব। সেটা তো আমরা করছিই, যদি না হয় তবে আমরা জাতিসংঘে যাব। কিন্তু আমরা তো ইতোমধ্যে জাতিসংঘে গিয়েছি, আগেই গিয়েছি। আমরা তো সবগুলো (সবকিছু) করছি, কোনটা বাদ রাখিনি, যদি রেখে থাকি তাহলে বলেন।’

Featured বাংলাদেশ শীর্ষ খবর