মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

এশিয়া-ইউরোপ সামিটভুক্ত (আসেম) দেশগুলোর ১৩তম সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিডোতে আসেমভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আসেমের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর ১৯ নভেম্বর মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী চ টিন্ট সোয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তার মিয়ানমার যাওয়ার কথা সাংবাদিকদের জানান।

জানা গেছে, আসেম বৈঠকের ফাঁকে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারে ঢাকা। গতকাল ইউরোপীয় কাউন্সিলে মিয়ানমার নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, আসেম বৈঠকের ফাঁকে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর ঢাকা সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মিয়ানমার যাবেন। ঢাকা সফর শেষে জাপানের পররাষ্ট্রমন্ত্রীও আসেম বৈঠকে যোগ দিতে মিয়ানমার যাবেন। দুই দিনের সফরে তারো কোনোর আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে।

Featured বাংলাদেশ শীর্ষ খবর