রাতে শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেয়ার আহ্বান এফবিসিসিআই’র

রাতে শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেয়ার আহ্বান এফবিসিসিআই’র

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) পক্ষ থেকে শিল্প কারখানায় রাতে বিদ্যুৎ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার এফবিসিসিআই’র মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সকল শিল্প প্রতিষ্ঠানে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে স্থাপিত শিল্প কারখানায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় এমনিতেই কারখানাসমূহের উৎপাদন ব্যাহত হচ্ছে তদুপরি সম্প্রতি রাতের বেলায় শিল্প প্রতিষ্ঠানসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিষয়টি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জানানো হয়েছে। এ সিদ্ধান্তের ফলে শিল্প কারখানাসমূহের উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে। এতে উদ্যোক্তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তেমনি কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে লোডশেডিংয়ের কারণে দিনের বেলাতেও শিল্পকারখানাগুলো প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ থাকলে উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়বে। দেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তিন শিফটে কার্যক্রম পরিচালনার সক্ষমতা রয়েছে এবং সে অনুযায়ী এ সব প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী নিয়োজিত আছে। প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে এ সকল শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ থাকলে প্রতিষ্ঠানসমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত  হবে এবং অধিকাংশ কর্মরত শ্রমিক চাকরি হারাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের অর্থায়নও ঝুঁকির মুখে পড়বে। এমনিতেই দেশের শিল্প প্রতিষ্ঠানসমূহকে তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে টিকে থাকতে হচ্ছে। তদুপরি উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হলে পণ্য সরবরাহ এবং রপ্তানি কার্যক্রমে বিঘœ ঘটবে। এ বিষয়গুলি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে এফবিসিসিআই মনে করে।

দেশের বিনিয়োগ এবং কর্মসংস্থানের স্বার্থে শিল্প কারখানাসমূহে সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিগ্রস্ত না করে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাপূর্বক সকল ক্ষেত্রেই সমভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

জাতীয় স্বার্থে রাতের বেলায় শিল্প প্রতিষ্ঠানসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার জন্যও সরকারের প্রতি এফবিসিসিআই’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

অর্থ বাণিজ্য