কাজী এ.এস.এম আনিসুল কবির প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে মতিঝিল শাখার প্রধান হিসেবে কর্মরত। সম্প্রতি তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
আনিসুল কবির ১৯৮৬ সালে প্রবেশনারী অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগ দেন এবং বিভিন্ন সময়ে ব্যাংকের বহুমাত্রিক কাজে নেতৃত্ব দেন।
দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন সেক্টরে দক্ষতা অর্জন করেন। তিনি কৌশলগত পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ এবং সংকট ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
প্রাইম ব্যাংকের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখায় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি চীন, ভারত , সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেনিং ও ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জন্ম রাজবাড়ী জেলায়।