মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য কঠোর আচরণবিধি

মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য কঠোর আচরণবিধি

কলম্বিয়া যৌন কেলেঙ্কারির মতো বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের আচরণবিধিতে আরো কঠোরতা আনা হয়েছে। বাহিনীর সদস্যদের আচরণবিধিতে কিছু কঠোরতা এবং বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে যা সবার জন্য অবশ্য পালনীয় এবং ব্যত্যয় ঘটানো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

নতুন আচরণবিধি অনুযায়ী, দেশের বাইরে দায়িত্বে থাকা অবস্থায় পান, ‘নিন্দনীয় স্থানে’ যাওয়া এবং হোটেল কক্ষে বিদেশি কাউকে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

কার্তেজেনা অধ্যায়ের চির সমাপ্তি ঘটানোর প্রয়াসে স্টাফদের জন্য নৈতিক শিক্ষাদানের ব্যবস্থায়ও রাখছে সংস্থাটি।

এ ব্যাপারে এজেন্সির পরিচালক মার্ক সুলিভান স্টাফদের উদ্দেশে বলেছেন, ‘গত কয়েক সপ্তাহে আপনাদের কর্মকাণ্ড আয়নায় দেখুন।’

নতুন আচরণবিধির বিস্তারিত অংশে বলা হয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় ১০ ঘণ্টার মধ্যে পান নিষিদ্ধ এবং একই নির্দেশনা হোটেল কক্ষে বিদেশি আনার ক্ষেত্রেও। তবে হোটেল স্টাফ এবং দাপ্তরিক কর্মকর্তাদের ক্ষেত্রে ব্যত্যয় ঘটতে পারে। এর বাইরে অন্য সময় ‘মৃদু’ অ্যালকোহল অনুমোদনযোগ্য।

উল্লেখ্য, চলতি মাসে আমেরিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কলম্বিয়া যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এসময় তার নিরাপত্তার জন্য নিযুক্ত সিক্রেট সার্ভিসের ১২ সদস্য তাদের হোটেল কক্ষে যৌনকর্মী আনার জন্য অভিযুক্ত হয়।

অভিযুক্ত ১২ জনের মধ্যে ৮ জন ইতোমধ্যে পদত্যাগ করেছে। বাকিরা আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছে।

এদিকে কলম্বিয়া কেলেঙ্কারির ঘটনার রেশ না কাটতেই সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে আরো যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ২০১১ সালে এল সালভাদরে তারা একই কর্ম করেছিল বলে জানা গেছে। তবে এ অভিযোগ এখনো প্রমাণিত নয়। এ ব্যাপারে সিক্রেট সার্ভিস তদন্ত করছে বলে জানিয়েছে।

আন্তর্জাতিক