ডেনমার্কে তিন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকারী’ গ্রেফতার

ডেনমার্কে তিন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকারী’ গ্রেফতার

সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ডেনমার্কে। রাজধানী কোপেনহেগেন থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডেনিস গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃতদের কাছ থেকে এসময় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

কোপেনহেগেনের দুটি ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয় বলে জানায় ডেনমার্কের সিকিউরিটি অ্যান্ড ইনটেলিজেন্স সাভির্স বা পিইটি ।

প্রাথমিক ভাবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হলেও তারা সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত বলে সন্দেহ করছে গোয়েন্দা সংস্থা। তবে হামলার স্থান, কাল, পাত্র সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানায়নি সংস্থাটি।

আটক ব্যক্তিদের মধ্যে ২১ বছর বয়সী একজন ডেনিস নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। বাকিদের মধ্যে একজন ২২ বছর বয়সী জর্দানি নাগরিক এবং অপরজন ২৩ বছর বয়সী তুর্কি নাগরিক বলে জানা  গেছে।

শনিবার গ্রেফতারকৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন কোপেনহেগেন পুলিশের একজন মুখপাত্র। গ্রেফতারকৃতরা নির্দিষ্ট কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তা স্পষ্ট করে জানায়নি পুলিশ।

আন্তর্জাতিক