ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
এদিকে উদ্ধারকারী দল এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে যারা প্রাণ হারিয়েছে তাদের লাশ উদ্ধারে শিকারি কুকুরকে কাজে লাগিয়েছে।
রোববার শুরু হওয়া এ দাবানল প্রচন্ত বাতাসের কারণে ক্যালিফোর্নিয়ার ওয়াইন কাউন্ট্রিতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
এছাড়া এ দাবানলে ইতোমধ্যে ১ লাখ ৯০ একর ( ৭৬ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে।
দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৮ হাজার কর্মী কাজ করে যাচ্ছে। তবে দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। সেখানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার কোন লক্ষণও দেখা যাচ্ছে না।
খবরে বলা হয়, প্রচন্ড বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।