রাজধানীর নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্টা সিএসসি শুক্রবার সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে পরলোক গমন করেন।
তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ফুসফুস সংক্রমণ রোগে ভুগছিলেন।
শুক্রবার এক ফেসবুক পোস্টে নটরডেম কলেজের পক্ষ থেকে বলা হয়, ফাদার বেঞ্জামিন কস্টা সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এতে জানানো হয়, বেঞ্জামিন কস্টা বাংলাদেশ নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও দায়িত্ব পালন করেন। তার পরলোক গমনে নটরডেম কলেজের এক উজ্জ্বল অধ্যায় শেষ হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্টার পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন।
নটরডেম কলেজ পরিবার ফাদার বেঞ্জামিন কস্টার মৃত্যুতে শোকাহত এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।