গিনিবিসাউয়ের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী

গিনিবিসাউয়ের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থানের সময় আটক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দিয়েছে সামরিক জান্তা।

কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তি পেয়েই সাবেক প্রধানমন্ত্রী কার্লোস গোমেজ জুনিয়র এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রেমন্ড পেরেইরা প্রতিবেশী আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানের উদ্দেশে উড়ে যান।

এর পাশাপাশি জান্তা নেতারা আগামী ১২ মাসের মধ্যে একটি বেসামরিক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। পশ্চিম আফ্রিকার রাষ্ট্র সমূহের জোট ইকোয়াসের দাবি মেনে নিয়েই তারা এ ঘোষণা দেয়।

পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলীয় এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে গত ১২ এপ্রিল সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে।

সেনা বাহিনীর দাবি, নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী কার্লোস গোমেজ সেনাবাহিনীর আকার ছোট করার পরিকল্পনা করেছিলেন।

এদিকে মুক্তিপ্রাপ্ত দুই নেতা আইভরি কোস্টের প্রেসিডেন্ট ও ইকোয়াসের বর্তমান প্রধান আলাসানে আওয়াত্তারার সঙ্গে দেখা করবেন।

অভ্যুত্থানের পরপরই ইকোয়াস নেতারা গিনিবিসাউয়ে সেনা পাঠানোর হুমকি দেয়। এর পাশাপাশি সংস্থাটি গত বৃহস্পতিবার জান্তাদের উদ্দেশে বলে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেনা মোতায়েনে ব্যর্থ হলে সুনির্দিষ্ট অবরোধ আরোপ করবে তারা।

সংস্থাটি বলেছে, তারা আশা করছে আগামী ১২ মাসের মধ্যে উভয় দেশই প্রেসিডেন্ট নির্বাচন দেবে।

পর্তুগিজ উপনিবেশের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রায় ৪০ বছর পেরিয়ে গেছে। কিন্তু এর মধ্যে দেশ দু’টিতে কোনো প্রেসিডেন্টই তাদের মেয়াদ শেষ করতে পারেনি।

আন্তর্জাতিক