মেক্সিকোয় কারাগারে দাঙ্গায় ১৩ জন নিহত হয়েছে। তবে এ দাঙ্গা কঠোর হাতে দমন করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কারা কর্তৃপক্ষ জানায়, উত্তর-পূর্ব নিউভো লিওন রাজ্যের কেটিরায়েটা কারাগারে মঙ্গলবার কারাবান্দীদের মধ্যে দাঙ্গা শুরু হয়। একপর্যায়ে তা দমন করা হয়। কিন্তু পরক্ষণেই কারা বিদ্রোহীরা গোলাগুলি শুরু করে।
গুলিতে একজন বন্দী মারা যায়। পরে বন্দীরা তিনজন কারারক্ষীকে জিম্মি করে। পুলিশ বিদ্রোহীদের দমাতে শক্তি প্রয়োগ করলে বন্দীরা ইট-পাথর- পাটকেল-বোতল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পরবর্তীতে পুলিশ ৩ রক্ষীকে বাঁচাতে গুলিবর্ষণ করে। ফলে ১৩ জন বিদ্রোহী নিহত হয়। আরো ২৬ জন আহত হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আলদো ফাসি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।