বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ।
সোমবার ভোর ৫টায় মির্জা ফখরুলের বাসায় ও রোববার দিবাগত রাত আড়াইটায় শিরিন সুলতানার বাসায় তল্লাশি চালানো হয়।
৫০ জনের মতো পুলিশের একটি দল সোমবার ভোর পৌনে ৫টার দিকে ফখরুলের উত্তরাস্থ বাসভবনের সামনে অবস্থান নেয়। বাইরের গেট না খোলা হলে পুলিশ দেওয়াল টপকিয়ে ঢোকার চেষ্টা করে। এরপর গেট খুলে দিলে পুলিশের সদস্যরা মির্জা ফখরুলের বাড়িরর ভিতরে ঢুকে পড়ে।
রাত থেকেও বাড়ির সামনে ছিলো পুলিশ। সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের সদস্যরাও সেসময় উপস্থিত ছিলেন।
পরে সোয়া ৫টার দিকে বাড়িতে ঢুকে একে একে বাড়ির সবক’টি কক্ষ তল্লাশি করে পুলিশ বের হয়ে আসে। কারো সঙ্গে কোনো ধরনের উচ্চবাচ্চ বা দুর্ব্যাবহার করেনি পুলিশ।
এসব কথা বাংলানিউজকে জানান মির্জা ফখরুলের সহকারী মো ইউনুস।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বাড়িতে ছিলেন না।তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা শাপারু এসময় বাসায় ছিলেন।
ফখরুলের স্ত্রী রাহাত আরা বলেন, পুলিশ তল্লাশি করতে গিয়ে তার কাছে মির্জা ফখরুলের বিষয়ে জানতে চায়। এসময় তারা তল্লাসি সংক্রান্ত একটি ডকুমেন্টে স্বাক্ষরও নেয়।
বিএনপি কার্যালয়ের মিডিয়া উইং থেকেও তল্লাসির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে কি উদ্দেশ্যে তল্লাশি চালানো হলো তা কিছুই জানায়নি পুলিশ, বলেন মো. ইউনুস।