মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন চাল আমাদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় এ আনুমোদ দেয়া হয়। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিসভার অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, এক লাখ টন আতব চাল প্রচলিত পদ্ধতিতে আমাদানির নীতগত অনুমোদন দিয়েছে কামিটি। চালের প্রতি টনের দর ঠিক হয়েছে ৪৪২ ডলার। সেই হিসেবে মোট খরচ পড়বে ৩৬৬ কোটি ৮৬ লাখ টাকা।