জয়পুরহাটের কালাই উপজেলায় আসামির চাচাকে নির্যাতন করে হত্যার অভিযোগে ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
বুধবার দুপুরে নিহতের বাবা কাজেম উদ্দীন বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত ৪ পুলিশ সদস্য হলেন, কালাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, কন্সটেবল রাশেদুল ইসলাম ও সেলিম রেজা।
উল্লেখ্য, সোমবার ভোররাতে হারুঞ্জা গ্রামে শাপলা (৩২) নামের এক আসামিকে পুলিশ ধরতে গিয়ে তার চাচা সাইদুর রহমানকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ এনে বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বর ঘেরাও করে বিক্ষোভ করে এবং হাসপাতালের ভেতরে থাকা একটি মাইক্রোবাস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কিছু রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৪ জন আহত হয়। ঘটনার দিনই কালাই থানার অভিযুক্ত ওই ৪ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) একরামুল হক ও গোয়েন্দা পুলিশ পরিদর্শক মুনিরুল ইসলাম। তদন্ত কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
অন্যদিকে একই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহেল বাকীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে সাইদুর হত্যা ঘটনায় তার বাবা ঘটনার পরের দিন কালাই থানায় মামলা দায়ের করতে গেলে মামলাটি গ্রহণ করতে পুলিশ অস্বীকৃতি জানায়। পরে বাধ্য হয়ে বুধবার দুপুরে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলটি দায়ের করা হয়েছে বলে জানান এ মামলার বাদী ও নিহতের বাবা কাজেম উদ্দিন।
এ ব্যাপারে জয়পুরহাট জজ আদালতের সরকারি আইনজীবি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।