৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের পথে যমুনা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশন ছেড়ে যায়।

এরআগে সকাল পৌনে ৬টার দিকে বগিটি লাইনচ্যুত হলে প্রায় তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

গফরগাঁও রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. আলাউদ্দিন জানান, স্টেশনে প্রবেশের সময় লুব লাইনের কাছে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় স্টেশনের দুটি লাইনই বন্ধ হয়ে যায়। ফলে ময়মনসিংহ বিভাগের সব রুটের সঙ্গে তিন ঘণ্টা ঢাকার রেলযোগাযোগ বন্ধ ছিল। পরে সকাল ৮টা ৪০ মিনিটে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জেলা সংবাদ