গ্রেফতার দিয়ে শুরু সোমবারের হরতাল

গ্রেফতার দিয়ে শুরু সোমবারের হরতাল

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে পঞ্চম দিনের মতো সোমবারও দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। হরতালের প্রথম প্রহরে রাজধানীতে সীমিতসংখ্যক যানবাহন চলতে দেখা গেছে।

হরতালের শুরুতেই সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকসহ তিনজনকে আটক করে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই তিনজনকে আটক করা হয়।

এর আগে হরতাল শুরু হওয়ার আগ মুহূর্তে ভোর সাড়ে পাঁচটায় দলীয় কর্মী আব্দুল আজিজকে আটক করে পুলিশ। এরপর সাড়ে ৭টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে সিরাজুল হক ও অপর এক কর্মীকে আটক করা হয়।

সোমবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি প্রিজন ভ্যান, জলকামান ও রায়টকার মোতায়েন করা হয়েছে।

অন্যান্য হরতালের দিন সকালে হরতালের সমর্থনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করা হলেও এদিন তারা মিছিল বের করতে পারেননি। তবে পুলিশি বাধা উপেক্ষা করে রুহুল কবির রিজভী কয়েকজন নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন।

এর আগের হরতালগুলোর তুলনায় সোমবার পুলিশকে অনেকটা কঠোর অবস্থানে দেখা গেছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে নয়াপল্টনে হরতালের প্রথম প্রহরে মিছিল বের করতে পারেনি বিএনপি।

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল টানা তিনদিনের হরতাল ও ২৯ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।

গত ১৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বনানী থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক নিখোঁজ হন। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিএনপি প্রথম থেকেই অভিযোগ করে আসছে, সরকারই ইলিয়াসকে গুম করেছে। তবে সরকারের তরফে তা বরাবরের মতোই নাকচ করা হয়েছে।

বাংলাদেশ