স্পেনের ঐক্য রক্ষার পক্ষে লাখ লাখ লোক সমাবেশ করায় সোমবার স্বাধীনতা ঘোষণার কাতালান পরিকল্পনা অনেক চাপের মুখে পড়েছে। খবর এএফপি’র।
কাতালানের স্বাধীনতা প্রশ্নে গত ১ অক্টোবর সেখানে গণভোট হয়। ভোট প্রদানে আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়ায় পুলিশ তাদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায়। এনিয়ে সৃষ্ট ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই স্পেনের ঐক্য ধরে রাখার পক্ষে এ সমাবেশ করা হলো।
কাতালান নেতা কার্লেস পুইগদেমন্ট মঙ্গলবার সন্ধ্যায় কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে ভাষণ দিতে যাচ্ছেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্বে জড়িয়ে স্বাধীনতার ঘোষণা দেয়ার ব্যাপারে এখন পর্যন্ত তিনি কোন সিদ্ধান্ত নেননি।
কাতালানের স্বাধীনতা পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার বার্সেলোনার কেন্দ্রস্থলে লাখ লাখ লোক সমবেত হয়। তারা নিজেদেরকে ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ হিসেবে অভিহিত করে। এ সময় তাদেরকে পতাকা প্রদর্শন করতে দেখা যায়।
পৌরসভা পুলিশ জানায়, প্রায় সাড়ে তিন লাখ লোক এ সমাবেশে যোগ দেয়। তবে আয়োজকরা জানান, ৯ লাখ ৩০ হাজার থেকে সাড়ে ৯ লাখ লোক এতে অংশ নেয়।
কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে ভোট করায় কিছু বিক্ষোভকারী পুইগদেমন্টকে কারাগারে পাঠানোর আহবান জানায়।