মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আলোচনার জন্য চলতি মাসে মিয়ানমার সফর করবেন।
তিনি বলেন, ‘আমি এ মাসেই মিয়ানমার সফরে যাব বলে আশা করছি। মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরের এজেন্ডা নির্ধারণ করছেন।’
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান কমিটির ৫৯তম বৈঠক শেষ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের যত শিগগিরই সম্ভব প্রত্যাবাসনই হবে আলোচনার প্রধান এজেন্ডা।
তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাকে সফলভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সকল রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য শিবির স্থাপন করেছে। সেনাবাহিনী, পাসপোর্ট ডাইরেক্টোরেট, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সংগঠন এতে কাজ করছে।
আসাদুজ্জামান খান বলেন, ইতোমধ্যেই বাংলাদেশে ৯১ হাজার ৪শ’ ২৩ রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিদিন প্রায় নয় হাজার রোহিঙ্গাকে এই পদ্ধতিতে নিবন্ধন করা হচ্ছে।

বাংলাদেশ শীর্ষ খবর