ইনজুরি থেকে পুরোপুরি ভাল না হয়েই প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন তামিম। মাঠে একই জায়গায় আবার ব্যথা পেয়ে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না দেশসেরা এই ওপেনারের। এবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইনজুরিতে পড়েছে ইমরুল কায়েস।
ম্যাচের ৩৫তম ওভারে মোস্তাফিজের বল মার্করামের ব্যাট ছুঁয়ে ধেয়ে এল স্লিপের দিকে। ইমরুল ডাইভের মতো দিলেন। কিন্তু বল একটু সামনে পড়ে আঘাত করল হাঁটুতে। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন ইমরুল। পড়ে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।
এদিকে প্রথম দিন ২ ঘণ্টা ৩৬ মিনিট মাঠে ছিলেন ইমরুল। পরের প্রায় ৫ ঘণ্টা তিনি মাঠের বাইরে ছিলেন। দ্বিতীয় দিন প্রথম বল থেকে মাঠে ফিরলেও সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে সেই সময়টুকু অপেক্ষা করতে হবে তাকে। এর আগে প্রথম টেস্টে তামিমের অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধন করেছিলেন লিটন দাস।