রেলের অর্থ কেলেঙ্কারি: আরও ৫ দিন সময় পেল তদন্ত কমিটি

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আরও ৫ দিন সময় দেওয়া হয়েছে। ১৫ কার্যদিবেসর মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও কমিটি তা না পারায় সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সময় বাড়ানো হয়েছে।

রেলের দায়িত্বপ্রাপ্ত যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বাড়িয়েছেন।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন গত ১০ এপ্রিল। তদন্ত কমিটির দুই সদস্য হলেন— রেলওয়ের মহাপরিচালক আবু তাহের এবং যুগ্ম সচিব শশী ভূষণ সিংহ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করেছেন। সময় বাড়িয়ে তিনি কমিটিকে জানিয়ে দিয়েছেন, আর সময় বাড়ানো হবে না।

রেলেরও মহাপরিচালক আবু তাহের এ বিষয়ে জানান, দু’এক দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য রেলের সাবেক মন্ত্রী সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক এবং রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও তার নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হককে ডাকা হবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, তার নিরাপত্তা কর্মকর্তা রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক ও রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার বিপুল পরিমাণ অর্থসহ সুরঞ্জিত সেনগুপ্তের বাসা যাওয়ার পথে বিজিবির হাতে আটক হন ৯ এপ্রিল। এ নিয়ে সমালোচনার পর এপিএসকে চাকরিচ্যুত করেন তিনি। পরে অন্য দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাজনীতি