মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে ৫ জেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার সুরেশ্বর পয়েন্ট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ পাঁচজনকে আটক করা হয়। পরে বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইজনকে দণ্ডিত করা হয়। তবে স্কুলছাত্র হওয়ায় ৩ জনকে জরিমানা করে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়।
আটকরা হলেন- নড়িয়া উপজেলার চরাত্রা এলাকার লতিফ খানের ছেলে আব্দুল হাকিম খান (২৮), মো. আলি অাহাম্মদ বেপারীর ছেলে মো. শাহাজালাল বেপারী (২০), মোতালেব বেপারীর ছেলে বিল্লাল বেপারী (১৬), আ. খালেক বেপারীর ছেলে মহসিন বেপারী (১৭) ও আলী জব্বার বেপারীর ছেলে জসিম বেপারী (১৬) ।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিস কর্মকর্তা ও নৌ পুলিশ। পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। আর স্কুলের ছাত্র হওয়ায় তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। সেইসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দ ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।