পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার (৩ অক্টোবর) পর্যন্ত দেশে ফিরেছেন ১ লাখ ৭ হাজার ৭৩৫ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইসন্সের ১৫৫টি ফ্লাইটে ৫৬ হাজার ৮৪২ জন এবং সৌদিয়া এয়ারলাইন্সের ১৬০টি ফ্লাইটে ৫০ হাজার ৮৯৩ জন হাজি দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত হজ বুলেটিন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
এ বছর ৩১ আগস্ট পবিত্র হজ পালিত হয়। গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।
বুলেটিন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অনলাইনে ৬১ হাজার ৮৮ জন হজযাত্রীর মেডিকেল প্রোফাইলের বিপরীতে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৬৯ হাজার ২৫টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এ চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা পাওয়ার সংখ্যা ৯৪ হাজার ১৮০ জন হজযাত্রী।
৩ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১৫২ জন হাজি/হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। মোট হজযাত্রী/হাজির মধ্যে মক্কায় ১০৬ জন, মদিনায় ২৪ জন, জেদ্দায় ৬ জন ও মিনায় ১৬ জন মারা যান।
সর্বশেষ ৩ অক্টোবর বরিশাল জেলার মো. নিলুফা বেগম (৫০) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিজে-০৭২৬৮০৭।