যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মান্দালে শহরের একটি ক্যাসিনো হোটেলে গোলাগুলি চলছে। হোটেলে কনসার্ট চলার সময় এক বন্দুকধারী গুলি চালায়। এর পর নিরাপত্তাবাহিনীর সদস্যরাও তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কিছু লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
নিউইর্য়ক টাইমস বলেছে, পুলিশের বিশেষায়িত শাখা সোয়াটের একাধিক টিম ওই বন্দুকধারীকে খুঁজছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর দিতে পারেনি কেউ।
খবরে বলা হয়েছে, গোলাগুলি শুরুর পর ৩২তলার ওই হোটেল থেকে লোকজন ছোটাছুটি শুরু করে।
এক্সপ্রেস নিউজ বলেছে, পুলিশ নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় অনুযায়ী রোববার রাত ১১টার দিকে মান্দালা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে কোনো গণমাধ্যমে দুজন বন্দুকধারীর কথা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই ঘটনার ভিডিও আসতে শুরু করেছে, যেখানে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্টের সামনে আতঙ্কিত মানুষের ছুটোছুটি করতে দেখা গেছে, সেই সঙ্গে পাওয়া গেছে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির মতো শব্দ।