পল্লী বিদ্যুতের দাম গড়ে ৭.১৯ শতাংশ বৃদ্ধির সুপারিশ

পল্লী বিদ্যুতের দাম গড়ে ৭.১৯ শতাংশ বৃদ্ধির সুপারিশ

পল্লী বিদ্যুতের গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে গড়ে ৪৪ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের মিলনায়তনে বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানিতে এ সুপারিশ করা হয়। তবে সুপারিশ অনুযায়ী, আবাসিক খাতে গ্রাহকভেদে পল্লী বিদ্যুতের দাম সর্বোচ্চ ইউনিটপ্রতি ৫০ পয়সা পড়বে। প্রথম ধাপে যারা ১ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে, তাদের এই হারে বিল পরিশোধ করতে হবে।

প্রসঙ্গত, দুই কোটি এক লাখ গ্রাহকের প্রতিষ্ঠান আরইবির ৯০ শতাংশ গ্রাহকই মফস্বলের, যারা ভালো মানের বিদ্যুতসেবা পায় না বলে অভিযোগ করে আসছে।

বাংলাদেশ