ইলিয়াস ‘নিখোঁজে’ জঙ্গি, সন্দেহ প্রতিমন্ত্রী টুকুর

ইলিয়াস ‘নিখোঁজে’ জঙ্গি, সন্দেহ প্রতিমন্ত্রী টুকুর

ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় জঙ্গি কিংবা বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

শুক্রবার পাবনার সুজানগরে দলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, “ইস্যু তৈরি এবং দেশকে অস্থিতিশীল করতে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে। জঙ্গি গোষ্ঠী বা বিএনপি-জামায়াতের লোকজন বিএনপি নেতা ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে কি না, সরকার তা খতিয়ে দেখছে।”

উপজেলার পোড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে তাতীবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের দ্বিবার্ষিক উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি সরকারের সময় চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনের অপহরণ প্রসঙ্গে টেনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সে ঘটনায় বিএনপির লোকজনই জড়িত ছিল। ইলিয়াস আলীর ব্যাপারেও সে রকম কিছু ঘটেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।”

গত ১৭ এপ্রিল মধ্যরাতে বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার।

শুরু থেকেই বিএনপি অভিযোগ করে আসছে, সরকারি কোনো এজেন্সির লোকজন ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, ইলিয়াসকে নিয়ে বিএনপি ‘নাটক’ করছে।

শুক্রবার রাজধানীতে শাহজাহানপুর থানার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও বলেন, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিএনপি ‘খেলা’ শুরু করেছে।

তিনি বলেন, “ইলিয়াস আলীকে উদ্ধারে তার স্ত্রীকে নিয়ে র‌্যাব গাজীপুরে অভিযান চালিয়েছিল। ওই অভিযানের পর ইলিয়াসে স্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করে বলেন- তিনি র‌্যাবের সঙ্গে কোথাও যাননি। এটি কিসের আলামত?”

ইলিয়াসের নিখোঁজ হওয়ার চারদিন বাদে গত ১৭ এপ্রিল তার সন্ধানে স্ত্রী তাহসিনা রুশদির লুনাকে নিয়ে গাজীপুরের পূবাইলে অভিযান চালানোর কথা র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। তবে তাহসিনা পরে সাংবাদিকদের বলেন, তিনি কোথাও যাননি।

বাংলাদেশ