ভাইয়ের জানাজায় অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন যুদ্ধাপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।
নারায়ণগঞ্জ কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম বলেন, “প্যারোলের আদেশ হাতে পাওয়ার পর তাকে ছয় ঘণ্টার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। ঢাকার উত্তরায় জানাজ শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হবে।”
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বিকাল সাড়ে ৩টায় আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে নিয়ে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে রওনা হয় পুলিশ সদস্যরা। এ সময় সঙ্গে একটি পিকআপও দেখা যায়।
শুক্রবার বিকালে হৃদরোগে মারা যান মুজাহিদের ছোট ভাই আলী আশরাফ মো. শোয়ায়েব (৫৬)। তিনি দৈনিক সংগ্রামের ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।
তার ভাগ্নে রেশাদুল হাকিম বলেন, উত্তরার আজমপুর মসজিদ মাঠে আসরের নামাজের পর জানাজা হবে শোয়ায়েবের।
এর আগে গত বছর অক্টোবরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ইমামতি করেন জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বিরুদ্ধে ইতোমধ্যে যুদ্ধাপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।