চারদিনের টেস্ট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা

চারদিনের টেস্ট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা

বক্সিং ডে উপলক্ষে ঐতিহ্য মেনে প্রতি বছরই খেলা থাকে দক্ষিণ আফ্রিকার। ঐতিহ্য ধরে রেখে এ বছরও ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে কোহলিদের সিরিজ থাকায় সে স্বপ্ন পূরণ হচ্ছে না প্রোটিয়াদের। তাই ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রি চারদিনের টেস্ট খেলতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

এ নিয়ে আইসিসির কাছে একটি প্রস্তাবও দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আর সম্ভাবত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অক্টোবরে মিটিংয়ে প্রস্তাবটি পাশও করে ফেলতে পারে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত জানিয়েছেন, আশা করি অক্টোবরে আইসিসির বৈঠকে এই প্রস্তাব তুলে ধরব, তারা এটাকে অনুমোদন দেবে। ইতিহাসের প্রথম দিবা রাত্রির চারদিনের টেস্ট হবে এটা। এটা জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দুই দেশের জন্যই দারুন একটা ব্যাপার।”

ক্রিকেটে টি-টোয়েন্টি ভার্সনের আবির্ভাবের পর থেকেই টেস্টের জনপ্রিয়তা অনেকখানি কমে গেছে। তাই জনপ্রিয়তা ফেরাতে এ বছরের শুরুতেই চারদিনের টেস্ট নিয়ে জোর আলোচনা হয়েছিল। এবার আইসিসি অনুমতি দিলেই মাঠে গড়াবে চারদিনের টেস্ট।

খেলাধূলা