আমির হোসেন দুলালঃ অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়িয়েছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠণ প্রবাসী কল্যাণ সংস্থা (পিকেএসবি) ও বিগো লাইভের অন্যান্য সহযোগী সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১ টায় অসহায় রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কর্মসূচী শুরু করে প্রবাসী কল্যাণ সংস্থা (পিকেএসবি)। এসময় উখিয়া কুতুপালং ইউনিয়ন,থ্যাংকখালি সহ বিভিন্ন শরসার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে জামা-কাপড়, শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং ৪০টি টয়লেট ও ১0টি টিউবওয়েল বসানো হয়। ত্রাণ বিতরণ কালে পিকেএসবির সভাপতি মুহা.আলী মরতুজা (সজল) বিগো লাইভে বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর গণহত্যা চালাচ্ছে। যার কারণে আজ লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানরা মানবেতর জীবন যাপন করছে। রোহিঙ্গা মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কে আমরা যে সকল ত্রাণ ও নগদ অর্থ দিচ্ছি এটা কোন সাহায্য নয়, এইটা আপনাদের অধিকার। এসময় বিত্তশালিদের রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকেএসবির প্রবাসী সদস্য মোঃ রুবেল হোসেন ও পিকেএসবির স্থানীয় সদস্য মুহা. আজিম উদ্দিন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ সংস্থা (পিকেএসবি) বাংলাদেশে বিভিন্ন এলাকায় অসহায় দুস্থদের কল্যাণে কাজ করে আসছে।