দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার দৌড়ে খুব শিগগির নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বুধবার প্রচারণা পরিচালনা কমিটি জানিয়েছে, সবচে গুরুত্বপূর্ণ দুই অঙ্গরাজ্য ওহিয়ো এবং ভার্জিনিয়াতে আগামী ৫ মে আনুষ্ঠানিকভাবে প্রচারণা র্যালির আয়োজন করা হবে।
এদিন কলাম্বাসে দু’টি এবং ওহিয়ো, রিচমোন্ড ও ভার্জিনিয়াতে একটি করে র্যালি অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট নির্বাচন হতে এখনো ছয় মাস বাকি। কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে আজ অবধি তেমন দৃষ্টিগ্রাহ্য অগ্রগতি হয়নি। এ পরিস্থিতির মধ্যেই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবেন ওবামা। তারই অংশ হিসেবে আগেভাগেই নির্বাচনী প্রচারণা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থিতার মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা মিট রমনি পাঁচটি অঙ্গরাজ্যের প্রাইমারিতে সহজ জয় পেয়ে দল থেকে মনোনয়ন আরো নিশ্চিত করার একদিন পর ওবামার এ ঘোষণাটি এল। রমনি প্রাইমারিতে যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে ওবামার ঘনিষ্ঠজনরা মনে করছেন, ৬ নভেম্বরের নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
গত মঙ্গলবার মিট রমনি কানেকটিকাট, দেলাওয়ার, নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং রোড আইল্যান্ডে প্রাইমারিতে উতরে গেছেন। এর মাধ্যমে বিপাবলিকান দল থেকে তার মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত হলো।
এদিকে বসে নেই ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তরুণ ভোটারদের সমর্থন পেতে চলতি সপ্তাহে নর্থ ক্যারোলিনা, কলোরাডো এবং আইওয়া অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সফর করেছেন তিনি।
ওবামার প্রচারণা ব্যবস্থাপক জিম মেসিনা জানিয়েছেন, গতবারের মতো এবার নির্বাচনী প্রচারণা প্রযুক্তির ব্যবহার করবেন ওবামা।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ক্রমবর্ধমান মধ্যবিত্তদের জন্য এবং বেশিরভাগ আমেরিকান লাভবান হবে অর্থনীতি পুনরুদ্ধারের এমন কৌশল নিয়েই কি আমরা সামনে অগ্রসর হব? নাকি সেই ব্যর্থ নীতির দিকেই যাব যা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’
৫ মে’র র্যালিতে ফার্স্ট লেডি মিশেল ওবামাও অংশ নেবেন বলে জানিয়েছেন মেসিনা।