জবি ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জবি ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ((ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে দুই হাজার তিনশ জনের তালিকা প্রকাশ করেছে ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার সভাপতি ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (admission.jnu.ac.bd অথবা admissionjnu.info) ফল পাওয়া যাবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ৩-৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘সি’ ইউনিটের ৪৬০টি আসনের বিপরীতে ১৩,০৫৬ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

খেলাধূলা