পার্বত্য খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন সড়ক অবরোধের ডাক দিয়েছে খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।
১৪৪ ধারা জারি করার মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আজ রোববার জেলা পরিষদ ঘেরাও কর্মসূচির ডাক দেয়।
কিন্তু কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন খাগড়াছড়ি পৌর এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। এতে ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেলে কমিটির আহ্বায়ক ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ইউপিডিএফ সমর্থিত চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা (ইউপিডিএফ সমর্থিত) উপস্থিত ছিলেন।